শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:১৫ অপরাহ্ন
সাকিবুজ্জামান সবুর:
আওয়ামী লীগ নেত্রী ফ্যাসিষ্ট শেখ হাসিনা দেশ ধ্বংস করে পালিয়ে গেছেন, এখন সেই ধ্বংসস্তপ থেকে দেশকে পুনরুদ্ধার করতে এবং দেশ গঠনে তারেক জিয়ার কোন বিকল্প নেই। তিনি আজ শনিবার বিকেলে ঢাকাস্থ কাঠালিয়া উপজেলা কল্যাণ সমিতির আয়োজনে কাঁঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ঢাকাস্থ কাঠালিয়া উপজেলা কল্যাণ সমিতির সভাপতি ব্যবসায়ী মো. শামীম সিকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রিয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মো.রফিকুল ইসলাম জামাল।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সমিতির সহসভাপতি মো.জহুরুল ইসলাম বাদশা, এ্যাডভোকেট শোহেল মো.ফজলে রাব্বী, সমাজ সেবক মো.মহারাজ জমাদ্দার, কাঁঠালিয়া বন্দর ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মো.আজিম সিকদারও উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি গৌতম মন্ডল। প্রধান বক্তা ছিলেন সমিতির সাধারন সম্পাদক মো.শাহনিয়াজ আকন গেন্দু।
সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট আবুল কালাম আজাদ,সাধারন সম্পাদক মো.নাসিম আকন,শিক্ষক সমিতির সভাপতি সুশীল চন্দ্র মিস্ত্রী ও মাইনউদ্দিন নিউটন।
তবে সমাবেশের দাওয়াতপত্রে ও ব্যানারে নাম না থাকায় কাঠালিয়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের কোন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন না।
প্রধান অতিথি আরো বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকালিন দেশের সকল সেক্টরে দলীয় করণ করেছিলেন। ব্যাংকসহ সকল আর্থিক খাত ধ্বংস করে গেছেন। ক্ষমতায় থাকাকালিন আওয়ামী লীগের নেতারা বলেছিলেন, যেদিন আওয়ামী লীগের পতন হবে, সেদিন কমপক্ষে ৫লক্ষ নেতাকর্মী মারা যাবে। তা তো হয়নি। তিনি উপস্থিত জনতাকে প্রশ্ন করেন ৫ আগষ্টের পর আওয়ামী লীগের কতজন নেতাকর্মী মারা গেছেন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক কঠোর জিয়ার নির্দেশে বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটেনি। তারেক জিয়া কথায় দলীয় নেতাকর্মীরা দেশের মানুষকে হেফাজত করেছেন। তাই মানুষ বিএনপিকে পছন্দ করে।