বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ন
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবির প্রেক্ষিতে আগামী ২৩ নভেম্বর ২০২৫ থেকে সারাদেশে কর্মবিরতি শুরু করার ঘোষণা দিয়েছে সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ। গত ১ নভেম্বর রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এ কর্মসূচি ঘোষণা করে।
ঐক্য পরিষদের নেতারা জানান, প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে এন্ট্রিপদ থেকেই ১১তম গ্রেডে বেতন-ভাতা প্রদান, শতভাগ শিক্ষককে পদোন্নতি, এবং ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডে উন্নীত হওয়ার জটিলতা নিরসনে এই তিনটি দাবি দীর্ঘদিন ধরে আদায়ের অপেক্ষায় রয়েছে। প্রয়োজনীয় উদ্যোগ না নেওয়া হলে ২৩ ও ২৪ নভেম্বর অর্ধদিবস কর্মবিরতি, ২৫ থেকে ২৭ নভেম্বর পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে।
সংগঠনটি আরও জানিয়েছে, প্রয়োজন হলে তারা পরীক্ষা বর্জন এবং ১১ ডিসেম্বর থেকে অনশন কর্মসূচিতে যাবেন। ঐক্য পরিষদের অধীনে ছয়টি সহকারী শিক্ষক সংগঠন ও পাঁচটি মিশ্র সংগঠনসহ মোট ১১টি সংগঠন রয়েছে।
জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি এবং ঐক্য পরিষদের আহ্বায়ক শাহীনুর আকতার বলেন, ‘সরকারকে আমরা যথেষ্ট সময় দিয়েছি তার মধ্যে আমাদের দাবি দাওয়া মেনে নেননি। তাই আগামী ২৩ ও ২৪ অর্ধদিবস এবং২৫ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত পূর্ণ দিবস কর্মবিরতি, প্রয়োজনে পরীক্ষা বর্জন ও১১ডিসেম্বর থেকে অনশন কর্মসূচি পালন করা হবে। সারা দেশের প্রাথমিক শিক্ষকদের এ কর্মসূচি সফলভাবে পালন করার আহবান জানানো হয়।
সাধারণ সম্পাদক আমিনুল হক বলেন, “দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাঈনুদ্দীন নিউটন বলেন, “দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শিক্ষকরা আজ দিশেহারা। এ অবস্থায় শিক্ষার পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে।”