সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:০৩ পূর্বাহ্ন

পিরোজপুরে গৃহবধূকে অস্ত্রের মুখে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

পিরোজপুরে গৃহবধূকে অস্ত্রের মুখে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

কিশোরীকে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতার

অনলাইন ডেস্ক:

পিরোজপুর সদর উপজেলার নরখালী গ্রামে অস্ত্রের মুখে তুলে নিয়ে এক গৃহবধূকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর অসুস্থ অবস্থায় গৃহবধূকে (১৮) উদ্ধার করে পরিবারের লোকজন পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেছে।

পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ জানান, তার স্বামী ঢাকায় চাকরি করার কারণে তিনি তার বাবার বাড়ি সদর উপজেলার নরখালী গ্রামে বসবাস করেন। সদর উপজেলার কুমিরমারা (ফেরিঘাট) এলাকার বখাটে মাঈনুল তাকে (গৃহবধূ) বেশ কিছু দিন ধরে মোবাইল ফোনে ও সরাসরি বিভিন্নভাবে কু-প্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় সে (মাঈনুল) তার উপর ক্ষিপ্ত হয়। শুক্রবার রাতে তিনি (গৃহবধূ) বাবার ঘর থেকে বের হলে মাঈনুলসহ আরও কয়েকজন ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে তাকে তুলে নিয়ে যায়। পরে পাশের একটি বাগানে নিয়ে তাকে পালাক্রমে কয়েকজন ধর্ষণ করে। একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন।

গৃহবধূ আরও জানান, ভোরে তার জ্ঞান ফিরে আসে। চিৎকার ও কান্না করলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. জা. মো. মাসুদুজ্জামান জানান, খবর পেয়ে ওই গৃহবধূকে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য শনিবার পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana