বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৪:৪৩ অপরাহ্ন
অনলাইন ডেস্ক:
পিরোজপুরের কাউখালীতে বিষাক্ত পটকা মাছ খেয়ে ফাতেমা আক্তার নামের সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের আরও ৪ জন আশঙ্কা জনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
উপজেলায় চিড়াপাড়া ইউনিয়নে হানিফ মিয়ার পরিবারের পাঁচজনে পটকা মাছ খেয়ে নাতি ফাতেমা( ৭)মারা গেছে অপর চারজনের অবস্থা আশংকা জনক হওয়ায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
উল্লেখ্য ইলিশ মাছের জালে বড় একটি পটকা মাছ ধরা পড়লে পরিবারের ৫ সদস্য রান্না করে খাওয়ার পরে এই ঘটনা ঘটে।