শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:৩১ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ২নং পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদ পরিদর্শন ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ জোহর আলী।
রবিবার (৩১ জানুয়ারি) সকালে ইউনিয়ন পরিষদ পরিদর্শন শেষে ২০১৯-২০ অর্থ বছরের এলজিএসপি-৩ এর অর্থায়নে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন।
এ সময় কাঠালিয়া উপজেলার চেয়ারম্যান মো. এমাদুল হক মনির, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার, উপজেলার নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার, আমুয়া ইউপি চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম ফোরকান সিকদারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।