বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৬:১১ পূর্বাহ্ন
জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় ফের উত্তেজনা ছড়িয়েছে। পাকিস্তানি বাহিনীর গুলি ও কামানের গোলায় নিহত হয়েছেন অন্তত ১০ জন। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে।
ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, নিহত সবাই বেসামরিক নাগরিক। এ হামলায় আরও অনেকে আহত হয়েছেন বলেও জানিয়েছে সেনাবাহিনী। খবর এনডিটিভি’র।
ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে, পাকিস্তানের এই হামলার জবাবে ‘আনুপাতিক জবাব’ দেওয়া হয়েছে।
এদিকে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, পাকিস্তানে ভারতের হামলায় অন্তত ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৪৬ জন।
ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, পাকিস্তানের সেনাপ্রধানও একই তথ্য দিয়েছেন।
এর আগে পাকিস্তানে ভারতের হামলায় আটজনের মৃত্যুর খবর প্রকাশিত হয়েছিল। তবে পরে নিহতের সংখ্যা বেড়ে যায়। এটি মঙ্গলবার রাতভর সীমান্তে গোলাবর্ষণের ফল কি না, সেটি এখনও স্পষ্ট নয়।