সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:৫১ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক:
শিবচরের বাংলাবাজার ঘাট থেকে ছেড়ে যাওয়া কাকলি নামের একটি কেটাইপ ফেরি পদ্মাসেতুর দশ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা খেয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে ফেরিটি শিমুলিয়া ঘাটে যাওয়ার সময় সেতুর পিলারের সঙ্গে ধাক্কা খায়। শুক্রবার ভোর পৌনে ছয়টার দিকে ফেরিটি কিছু সংখ্যক যানবাহন ও যাত্রী নিয়ে শিমুলিয়ার উদ্দেশ্যে রওনা দেয়।
এ বিষয়ে মাওয়া ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) জাকির হোসেন জানান, ‘ বাংলাবাজার ঘাট থেকে আসছিল ফেরি কাকলি। সকাল ৮টার দিকে প্রবল স্রোতের কারণে ফেরিটি ১০ নম্বর পিলারে আঘাত হানে। এতে তেমন কোনো ক্ষতি হয়নি।
এর আগে গত সোমবার সন্ধ্যায় ১০ নম্বর পিলারে ধাক্কা দেয় ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। এ সময় ২০ জন যাত্রী আহত হয়। গত ২৩ জুলাই সকাল ১০টার দিকে পদ্মা সেতুর ৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা দেয় রো রো ফেরি শাহ জালাল। এতে ২০ জন যাত্রী আহত হন। সবগুলো ফেরিই বাংলাবাজার থেকে শিমুলিয়া যাওয়ার পথে এ ধাক্কার ঘটনা ঘটে।