বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:৫৭ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার নানা শ্রেণি-পেশার মানুষের মাঝে খুশির জোয়ার বইছে। এ উপলক্ষে আজ শনিবার পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান বড় পর্দায় দেখানো হয় বাঁশবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। উদ্বোধনকে গিরে সরকারি-বেসরকারি কর্মকর্তা কর্মচারী, বীরমুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের মাঝে খুশির আমেজ ছড়িয়ে পড়ে।
এছাড়া পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে সরাসরি যোগ দিয়েছেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান উজির সিকদার, ইউপ চেয়ারম্যান, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের শতশত নেতা-কর্মী।
সেতুটি উদ্বোধনের সাথে সাথে দক্ষিণের এ উপজেলার সম্ভাবনার দুয়ার খুলবে বলে আশা করছেন অনেকেই। এ অঞ্চলের আমদানিপণ্য দ্রæত ঢাকাসহ শিল্পাঞ্চলগুলোয় ঢুকতে এবং আসতে পারবে। এতে অর্থনৈতিক কর্মকান্ডে যুক্ত হবে বহুমুখী খাত।
ব্যবসায়ী মো. মিজানুর রহমান টিঠু বলেন, পদ্মা সেতু আমাদের অঞ্চলের যোগযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্ত স্থাপন করবে। এখন থেকে খুব সহজে ও কম সময়ে ঢাকা, চট্টগ্রামসহ দেশের যেকোন যায়গায় পৌছানো যাবে। তাই মামনীয় প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ জানাই।
শিক্ষক মো. সামসুল আলম সবুর বলেন, পদ্মা সেতু দক্ষিণ অঞ্চেলের মানুষের জীবনযাত্রার মান অনেকগুন বাড়িয়ে দিয়েছে। দেশের অর্থনৈতিক পরিবর্তনের ধার উন্মোচিত হবে। পদ্মা সেতু আমাদের গর্বের, আমাদের অহংকারের। দক্ষিণ অঞ্চলের মানুষে অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই অবদান বাংলায় স্মরনীয় হয়ে থাকবে।