শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:৪২ অপরাহ্ন

নারী’কে মারধর করে পারিবারিক কবরস্থান দখলের অভিযোগ

নারী’কে মারধর করে পারিবারিক কবরস্থান দখলের অভিযোগ

রাজাপুর প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরে মাকসুদা বেগন (৪০) নামের এক নারীকে মারধর করে তাদের পারিবারিক কবরস্থান দখলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বাইপাস মোড় এলাকায় হাওলাদার বাড়ীতে এ ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে মাকসুদা বেগম ঘটনাস্থলে বসে সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, তার শশুর মৃত মোকসেদ আলী শরিফ এর জমিতে আমরা দীর্ঘদিন যাবৎ পরিবার নিয়ে বসবাস করে আসছি। সোমবার সকালে রাজাপুর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন মৃধা মজিবর ও আ.লীগ নেতা মজিবুর রহমান মৃধা,আসলাম খলিফা, নজরুল খলিফা লোকজন নিয়ে আমাদের জমি দখলে নিয়ে পিলার পুতে কাঁটা তারের বেড়া দিয়ে দেয়। এ সময় প্রতিপক্ষরা আমাদের দেড়শত বছরের পুরনো পারিবারিক কবরস্থানে একটি টিনসেট ঘর উত্তোলন করে। তাদের বাঁধা দিতে গেলে মাকসুদা’কে শাররিক নির্যাতন করে বলেও অভিযোগ করেন ভুক্তভোগী ঐ নারী।

ঘটনার পর থানায় গেলেও পুলিশ বিষয়টি আমলে নেয়নি। পরে মাকসুদার দেবর শহিদুল ইসলাম বাদি হয়ে ঝালকাঠি সহকারি জজ আদালতে মামলা করলে আদালত ওই জমিতে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে নোটিশ দিলেও প্রতিপক্ষের লোকজন তা গ্রহন না করে প্রভাব খাটিয়ে ঘর উত্তোলনের কাজ চালিয়ে যাচ্ছে।

অভিযোগ অস্বিকার করে রাজাপুর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন মৃধা মজিবর ও আ.লীগ নেতা মজিবুর রহমান মৃধা সাংবাদিকদের জানান, দলিলমূলে ক্রয়কৃত জমি গ্রহীতরা কাছ থেকে দখল বুঝে নিয়ে জমিতে কাজ করা হচ্ছে। আমরা আদালতের কোনো নোটিশ পাননি এবং কাউকে মারধরও করা হয়নি।

রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana