রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০২:৪৩ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে কলাগাছ দিয়ে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার কুলকাঠি ইউনিয়নের বারইকরন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু মমিন (৮) বারইকরন গ্রামের শামসুল হকের ছেলে। স্থানীয়রা জানান, মমিন দুপুরে কলাগাছ দিয়ে বাড়ির পুকুরে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে বাড়ির লোকজন গিয়ে তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, পানিতে ডুবে মারা যাওয়ার বিষয়ে কেউ আমাদের অবহিত করেননি।