মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০২:৪৬ পূর্বাহ্ন

নলছিটিতে রাতের আঁধারে বিরোধীয় জমিতে ঘর তোলার অভিযোগ

নলছিটিতে রাতের আঁধারে বিরোধীয় জমিতে ঘর তোলার অভিযোগ

নলছিটিতে রাতের আঁধারে বিরোধীয় জমিতে ঘর তোলার অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশ ইউনিয়নের রুপচন্দ্রপুর গ্রামে আদালতে বিচারাধীন একটি বিরোধীয় জমি রাতের আঁধারে দখল করার উদ্দেশ্যে ঘর তোলার অভিযোগ উঠেছে স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, শুক্রবার (২২ আগস্ট) গভীর রাতে ওই চক্রের সদস্যরা জমিতে পাকা ঘর তোলার চেষ্টা চালায়। খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে ঘরে তালা ঝুলিয়ে দেয়। পরে আদালতকে অবহিত করলে আদালত থেকে উকিল কমিশন গঠন করা হয়। সোমবার বিকেলে উকিল কমিশন ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষের বক্তব্য ও স্থানীয়দের সাক্ষ্য গ্রহণ করেন।

এ ঘটনায় জানা গেছে, চাকরিসূত্রে ঢাকায় বসবাস করায় দীর্ঘদিন ধরে ভুক্তভোগী মো. সোলায়মান হাং ও তার ভাই মো. আলী হোসেনের পৈত্রিক ভিটা খালি পড়ে ছিল। এই সুযোগে স্থানীয় রহিম, শের আলী, মাসুম ও রমজানসহ কয়েকজন ভূমিদস্যু বিভিন্ন কৌশলে জমি দখলের চেষ্টা চালায়। ২০২১ সালে মো. শের আলী বদি জমিটির ৯২ শতাংশ মালিকানা দাবি করে নলছিটি সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে।

ভুক্তভোগীদের দাবি, আলী হোসেনের পূর্বপুরুষের জমি হিসেবে আরএস ও এসএ রেকর্ড তাদের নামে রয়েছে। জমিতে হাজার হাজার কাঠগাছও রয়েছে। তারা আরও অভিযোগ করেন, ভূমিদস্যুরা ভুয়া কাগজপত্র দেখিয়ে আদালত থেকে একতরফা ডিক্রি নেওয়ার চেষ্টা করে এবং বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন করে দখলের চেষ্টা চালাচ্ছে।

অন্যদিকে, অভিযুক্ত শের আলী বলেন, “জমিতে আমাদের অধিকার আছে। প্রতিপক্ষ আদালতে বারবার সময় নিয়ে কালক্ষেপণ করছে। সাত বছর ধরে ঘুরানো হচ্ছে। তাই আমরা ঘর তুলেছি। জোরপূর্বক ঘর তোলা হয়নি।”

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল দ্রুত আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিরোধ মীমাংসার দাবি জানিয়েছেন।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ 01774937755 অথবা ই-মেইল: kathaliabarta.com












All rights reserved@KathaliaBarta 2016-2025
Design By Rana