সোমবার, ১২ মে ২০২৫, ০১:২২ পূর্বাহ্ন

নলছিটিতে রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতা নারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত  

নলছিটিতে রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতা নারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত  

ঝালকাঠি প্রতিনিধিঃ

সেচ্ছাসেবী সংগঠন রূপান্তরের আয়োজনে   ঝালকাঠির নলছিটি পৌরসভা হল রুমে নারীর রাজনৈতিক  ক্ষমতায়নে লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমাবার সকালে  এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  অপরাজিতা নারীরা রাজনৈতিক ভাবে কতটুকু অগ্রগতি ও কি ধরনের বাধার সম্মুক্ষিন  হতে হয় তা তুলে ধরেন অনুষ্ঠানে আগত নারীরা।

দলীয় রাজনীতিতে নারীদের অংশগ্রহণে শতকরা ৩০ ভাগ নারীদের জন্য সংরক্ষিত পদ রাখার ব্যবস্থা   দাবী তুলে ধরা হয়। আ”লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক নেতাদের অংশ গ্রহনে, বিভিন্ন ইউনিয়ন থেকে আসা  মহিলা নেত্রী ও অপারাজিতা নারীদের নানা সম্যার কথা তুলে ধরেন মতবিনিময় সভায়।

অপরাজিতা নেটওয়ার্কের হাবিবা আক্তারের  সভাপতিত্বে উপস্হিত ছিলেন অপরাজিতা প্রকল্পের বরিশাল ক্যাপসিটি বিল্ডিং  কো-অডিনেটর ঝুমু কর্মকার, নলছিটি উপজেলা সমন্বয়কারী দিপংকর মন্ডল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ 01774937755 অথবা ই-মেইল: kathaliabarta.com












All rights reserved@KathaliaBarta 2016-2025
Design By Rana