সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৭:০৮ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে মোবাইল কোর্টে ব্যাপক পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও চাক জাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ২০২২-২৩ আর্থিক সালে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় নলছটি উপজেলার তালতলা বাজারে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩০০০ মিটার কারেন্ট জাল ও ১০ টি চাক জাল জব্দ করা হয়।
এর আনুমানিক মূল্য প্রায় ৭০ হাজার টাকা। জব্দকৃত জালগুলো উপজেলা নির্বাহী অফিসার ও মোবইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা সিকদারের উপস্থিতিতে উপজেলা চত্তরে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।