বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০২:৪৬ অপরাহ্ন

নলছিটিতে মাহিন্দ্রা ও মাইক্রোবাস সংঘর্ষে নিহত-৩

নলছিটিতে মাহিন্দ্রা ও মাইক্রোবাস সংঘর্ষে নিহত-৩

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে মাহিন্দ্রা ও মাইক্রোবাস সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার (৮ নভেম্বর) সকালে বরিশাল পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া জিরো পয়েন্টের চৌমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বাকেরগঞ্জ উপজেলার চরাদি গ্রামের মৃত রহমান বিশ্বাসের ছেলে নাসির বিশ্বাস (৫৫) এবং একই উপজেলার চরসামাইয়া গ্রামের কাদের মৃধা ছেলে জাহাঙ্গীর মৃধা (৪০) ও মিরাজুল ইসলাম (৪৫)।

জানা গেছে, মাহিন্দ্রা ও মাইক্রোবাস সংঘর্ষে মাহিন্দ্রার তিন যাত্রী ও মাইক্রোবাস চালক গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে শ্রমিক নাসির বিশ্বাসের মৃত্যু হয়।

এছাড়া গুরুতর আহত অবস্থায় মাইক্রোবাসচালক জাহাঙ্গীর ও তরকারি ব্যবসায়ী মিরাজুলকে ঢাকায় নেওয়ার পথে তারা মারা যান। নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana