সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৩১ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
‘বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন’ এই শ্লোগানকে সামনে রেখে ঝালকাঠির নলছিটিতে উপজেলা প্রসাশন ও সমবায় অধিদপ্তরের যৌথ উদ্যোগে জাতীয় সমবায় দিবস-২১ যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।
শনিবার (৬ নভেম্বর) সকালে উপজেলা চত্তর থেকে একটি র্যালী বের করে সহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এসে এক আলোচনা সভায় মিলিত হন।
ইউএনও রুম্পা সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য খন্দকার মুজিবুর রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম দুলাল চৌধুরী।
সভায় স্বাগত মধ্যে বক্তব্য রাখেন সমবায় কর্মকর্তা মোঃ বাবুল সিকদার। মোল্লার হাট ইউপি চেয়ারম্যান এ্যাড মাহাতাবুর রহমান সেন্টুর সঞ্চালনায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুলকাঠি ইউপি চেয়ারম্যান এইচ এম আক্তারুজ্জামান বাচ্চু, সাংবাদিক খলিলুর রহমান মৃধা, নারী উদ্যোক্তা সনিয়া আক্তার প্রমুখ। এসময় উপজেলা’র বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায়ীবৃন্দ, সাংবাদিক সহ সুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।