রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০২:২৮ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইউপি সদস্য জহিরুল ইসলাম নান্টু এর মৃত্যু হয়েছে।
বিগত ৫ বছর তিনি নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বর ছিলেন। সদ্য সমাপ্ত নির্বাচনে তিনি আবারও নির্বাচিত হন।
রানাপাশা ইউনিয়ন যুবলীগের সভাপতি ও নলছিটি উপজেলা মেম্বর ফোরামের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। নতুন করে শপথ গ্রহণের পূর্বে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যু হয়। মৃত্যু কালে বয়স হয়েছিল মাত্র ৪৫ বছর।
শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন জহিরুল ইসলাম নান্টু। দক্ষ এবং সাংগঠনিক হিসেবে তার বেশ সুনাম ছিল। তার মৃত্যুতে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।