বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:২৩ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
নিহত দুলাল মল্লিক উপজেলার কাঠিপাড়া গ্রামের বাসিন্দা ও ঝালকাঠি সওজ’র কর্মচারী।
তিনি নলছিটি ষাইটপাকিয়া ফেরি ঘাটে ফেরি চালক হিসেবে কর্মরত ছিলেন। গত ক’দিন ধরেই তিনি শ্বাসকষ্ট, জ্বর ও বুকে ব্যাথা নিয়ে বরিশাল সেবাচিমের করোনা ইউনিটে ভর্তি ছিলেন।
অবস্থার অবনতি হয়ে সোমবার রাত ৮টার দিকে করোনা ইউনিটে চিকিৎসারত অবস্থায় তার মৃত হয়। মরহুমের নামাজের জানাজা মঙ্গলবার সকাল ৮ টায় নলছিটি খাশমহল বাজার প্রাংগনে অনুষ্ঠিত হয়।
নলছিটির সেচ্ছাসেবী সংগঠন ‘শাবাব ফাউন্ডেশন’ তার দাফন কাফন সম্পাদন করেন। করোনাকালে এটি শাবাব ফাইন্ডেশনের ২৩ তম মানবিক দাফন।