শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৫:৩৫ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে অটোরিকশার ধাক্কায় এক স্কুল ছাত্র আহত হয়েছে। আজ শনিবার (৫মার্চ) বেলা দেড়টার দিকে ঝালকাঠির নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র তৌসিফ (১১) বিদ্যালয় ছুটির পর স্কুল গেট থেকে রাস্তায় বের হলে বেপরোয়া গতিতে চলা একটি ইঞ্জিন চালিত রিকশা তাকে ধাক্কা দেয়। আহত স্কুল ছাত্রকে উদ্ধার করে তাৎক্ষনিক নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে ।
অভিভাবকগণ অভিযোগ করেন নলছিটি শহরের প্রাণকেন্দ্রে বিদ্যালয়টি স্থাপিত হলেও নেই কোন গতিরোধক । এ কারণেই আজকের এ দূর্ঘটনা । বিদ্যালয় সম্মুখ সড়কে গতিরোধকের দাবীতে শিক্ষক ও শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন বলেও জানা যায় ।