মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১০:২১ পূর্বাহ্ন
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৬৩ জনের মৃত্যু হয়েছে। করোনায় একদিনে এটিই দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। একই সময় এ ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১১ হাজার ৫২৫ জন। একদিনে এটিই সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।
এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৫ হাজার ৩৯২ আর আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৬৬ হাজার ৪০৬। এর আগে গতকাল ৫ জুলাই ১৬৪ জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এটিই একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।