শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৪:৫৯ পূর্বাহ্ন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে লরি-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৫

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে লরি-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৫

ঝালকাঠিতে মাহিন্দ্র ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে নি’হ’ত-২, আহত ৫

অনলাইন ডেস্ক:

কেরানীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস রোডে ভেকু বহনকারী লরি ও সিএনজি অটোরিকশার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। আহত অবস্থায় আরও দুজনকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে সেখানে একজন মারা যান। আহত অপরজনের অবস্থাও আশঙ্কাজনক।

গতকাল রাত সোয়া ১২টায় দক্ষিণ কেরানীগঞ্জে ঢাকা-মাওয়া মহাসড়কের তেঘরিয়া এলাকার আর্মি ক্যাম্পের কাছে ভেকু বহনকারী লরিটি আর্মি ক্যাম্পের ভেতর যাওয়ার উদ্দেশ্যে মোড় নিচ্ছিল। অন্যদিকে একটি সিএনজিচালিত অটোরিকশা ইকুরিয়া থেকে মাওয়া অভিমুখে যাচ্ছিল। উভয় গাড়ির গতি বেশি থাকায় অটোরিকশাটি লরির নিচে চলে যায়। এ সময় অটোরিকশার চালকসহ ছয়জন যাত্রীর মধ্যে ঘটনাস্থলেই চারজন মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পর একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহতরা হলেন অটোরিকশার চালক মো. তমাল (১৮), যাত্রী জোনায়েদ হোসেন জিহাদ (২৩), নাহিদ হোসেন ফাহিম (২১)। বাকিদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

এ বিষয়ে হাইওয়ে পুলিশের নারায়ণগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার অমৃত সূত্রধর বলেন, ‘দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও লরিটি আমাদের হেফাজতে রয়েছে। তবে লরির চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন।’

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana