বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১২:৪৪ অপরাহ্ন
অনলাইন ডেস্ক:
ধনকুবের ইলন মাস্কের বৈদু্যতিক গাড়ির বৃহত্তম সংস্হা টেসলা বিশ্ববাসীর সামনে বরাবরই নতুনত্ব চমক নিয়ে হাজির হয়| কর্ণধার ইলন মাস্কের মতো সংস্হাটিরও বড় কিছু করাতেই নজর| এবারে টেসলা তাদের বৃহত্তম সুপারচার্জার স্টেশন তৈরিতে হাত লাগিয়েছে| আমেরিকার ক্যালিফোর্নিয়ার দক্ষিণ পূর্ব প্রান্েত অবস্হিত মোজাভি মরুভূমিতে গড়ে তোলা হচ্ছে এই দানবাকৃতি চার্জিং স্টেশনটি| আমেরিকার লস অ্যাঞ্জেলস এবং লাস ভেগাসের মাঝামাঝি স্হানে রয়েছে ওই মরুভূমি| টেসলা তাদের সুপার চার্জার স্টেশনের পদাঙ্ক বাড়াতে বরাবরই তত্পর| ২০২০-তে ২,৫৬৪টি স্টেশনে ২৩,৭৭৭টি সুপারচার্জার ছিল সংস্হাটির| ২০২১-এ স্টেশন ও সুপার চার্জারের সংখ্যা বেড়ে হয়েছে যথাক্রমে ৩,৪৭৬টি ও ৩১,৪৯৮টি| এখন টেসলার চার্জিং স্টেশনের পরিমাণ আরও বাড়ানোর প্রয়োজন পড়ছে| কারণ টেসলা তাদের ওই কেন্দ্রগুলিতে অন্যান্য সংস্হার ইলেকট্রিক গাড়িও চার্জ দেওয়ার ব্যবস্হা চালু করতে চলেছে|
মোজাভি মরুভূমির নির্মীয়মান চার্জিং স্টেশনে ১০০টি স্টল থাকবে, যা ঊঠমড়, ঊষবপঃত্রভু অসবত্রপধ-এর তুলনায় ১০ গুণ বেশি| সুপারচার্জারগুলি বসাতে কয়েক মাস বাকি রয়েছে| গাড়ির ব্যাটারি যাতে দ্রুত চার্জ হয়ে যায়, সে কথা মাথায় রেখে আধুনিক প্রযুক্তির মাধ্যমে তৈরি হয়েছে টেসলার সুপারচার্জার| প্রসঙ্গত, ক্যালিফোর্নিয়ার বারস্টো শহরে অনেক আগেই টেসলার দুটি সুপারচার্জার স্টেশন তৈরি হয়েছে| সেগুলিতে স্টলের সংখ্যা যথাক্রমে ১৬ ও ১৮টি| আয়তন ও ক্যাপাসিটির দিক থেকে মোজাভির আপকামিং স্টেশনটি হতে চলেছে বিশ্বের মধ্যে টেসলার সবচেয়ে বড় সুপারচার্জার স্টেশন|