সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৬ অপরাহ্ন

ঝালকাঠি-১ আসনে পূনরায় বিএইচ হারুন মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

ঝালকাঠি-১ আসনে পূনরায় বিএইচ হারুন মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

ঝালকাঠি-১ আসনে পূনরায় বিএইচ হারুন মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

স্টাফ রিপোর্টার:

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১২৫ ঝালকাঠি-১ (কাঠালিয়াা-রাজাপুর) আসনের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান এমপি আলহাজ্ব বজলুল হক হারুন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ রোববার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিয়ে দলের কেন্দ্রিয় কার্যালয়ে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষনা করেন।

বজলুল হক হারুনের নাম ঘোষনার সাথে সাথে উপজেলা শহরে এক আনন্দ মিছিল বের করেন এমপি বজলুল হক হারুনের কর্মী সমর্থকরা।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আমানত অফিসের সামনে গিয়ে শেষ হয়। সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মো.বদিউজ্জামান সিকদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মো.তরুন সিকদার, শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মাহামুদ হোসেন রিপন, জেলা পরিষদ সাবেক সদস্য উপজেলা শিক্ষক সমিতির সভাপতি এসএম আমিরুল ইসলাম লিটন, জেলা পরিষদের সাবেক সদস্য ও ছাত্রলীগ নেতা শাখাওয়াত হোসেন অপু, জেলা পরিষদের সাবেক সদস্য মনিরুজ্জামান মানিক, সদর ইউনিয় পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো.রবিউল ইসলাম কবির সিকদার, আওরাবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো.জাহাঙ্গির হোসেন মোল্লা, আমুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক জিয়া ইসলাম মীরবহর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জাহিদ হোসেন মল্লিক, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সিকদার মো.কাজল, উপজেলা ওলামা লীগের আহবায়ক মাওলানা দেলোয়ার হোসাইনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভাশেষে দলীয় নেতা-কর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

২০০৮ সনের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির রাফিকুল ইসলাম জামালকে হারিয়ে এমপি নির্বাচিত হন হারুন। ২০১৪ সনের দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) প্রার্থী নাসির উদ্দিনকে পড়াজিত করে দ্বিতীয় বার বিজয়ী হন। ২০১৮ সনের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি কেন্দ্রিয় কমিটির সহসভাপতি ব্যারিস্ট্রার এম শাহজাহান ওমর বীরউত্তমকে হারিয়ে তৃতীয় বারের মত সাংসদ নির্বাচিত বজলুল হক হারুন। দ্ধাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কেনেন ১০জন।

আরও পড়ুন : কাঠালিয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষয়ায় জিপিএ-৫ পেয়েছে ৩৬ শিক্ষার্থী

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana