মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১১:১৪ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি:
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের রাজাপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নির্বাচনী কর্মী সভায় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের জগাইহাটে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী জেলা আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র প্রার্থী ডা. ফয়জুল হক। ইউনিয়ন জামায়াতে আমীর মাওলানামোঃ আদ্বুল আলিম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজাপুর উপজেলা আমীর মাওলানা মোঃ কবির হোসেন,ঝালকাঠি শহর আমীর মাওলানা মনিরুজ্জামান,জামায়াতে শাহে আলম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন,আমরা বলে ছিলাম জুলাই সনদ ঘোষণা করতে হবে আর গণভোটের মাধ্যমে সেটা পাশ করতে হবে। যারা এটার বিরোধিতা করতেছেন তারা কি চাচ্ছেন এই জুলাই যোদ্ধাদের ফাঁসি হোক? সেইটা মনে হয় আপনারা চাচ্ছেন। জুলাই যোদ্ধাদের সকল কাজকে বৈধতা করার জন্য আজকে গণভোটের কথা আমরা বলছি। আজকে সেই গণভোটের বিরুদ্ধে কেউ কেউ কথা বলছে। কি কারণে বলছেন আমরা জানি না।
আমি জামায়াত ইসলামের পক্ষ থেকে বলতে চাই জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট ছাড়া বিকল্প কোন পথ জামায়াত মেনে নেবে না। আমরা নির্বাচন চাই তবে আগে গণভোট তার পরে নির্বাচন।
তিনি আরো বলেন, আমীরে জামায়াত পরিস্কার করে বলেছেন জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে কাউকে আমরা দুর্নীতি করতে দেবো না। আমারও কোন দুর্নীতি করবো না।
জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে জাতবেদ দেখবে না এই দেশের সবাই সকল সুবিধা পাবে।জামায়াত ইসলামিকে একটিবার সুযোগ দিয়ে দেখুন আমরা দেশটা কিভাবে সাজাই। দেশের চেহারা জামায়ত ইসলামী পরিবর্তন করবে মানুষের উন্নয়ন করবে। জামায়ত ইসলামিকে ক্ষমতায় নিতে রাজাপুর কাঠালিয়ায় জামায়াতের যে প্রার্থী ডা. ফয়জুল হক তাকে দল-মত নির্বিশেষে সকলে ভোট দিয়ে নির্বাচিত করবেন। সভায় জেলা ও পৌর জামায়াতে ইসলামী’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।