বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:০৯ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুন এর জেষ্ঠ পুত্র নব নির্বাচিত বাংলাদেশ আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় সাবেক ছাত্রনেতা, প্রিমিয়ার ব্যংকের পরিচালক শাহ মোহাম্মদ নাহিয়ান হারুন নিজ এলাকা রাজাপুরে সংবর্ধিত হয়েছেন।
কেন্দ্রীয় এই নেতাকে বরণ করতে ঝালকাঠি গাবখান সেতুর পশ্চিম প্রান্তে হাজারো নেতাকর্মীরা দুপুর থেকে ভীর জমায়। রাজাপুর ও কাঁঠালিয়া এই দুই উপজেলার আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগসহ দলটির সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা এসয় উপস্থিত ছিলেন।
দলীয় নেতাকে বরণ করে শতশত মোটর বাইক নিয়ে শোভাযাত্রা করে ঝালকাঠি গাবখান থেকে রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাসকাঠি গ্রামের এমপির বাড়িতে নিয়ে যাওয়া হয়।
সেখানে নেতা ও কর্মীদের হৃদয় নিঙরানো ভালোবাসায় সিক্ত হন নাহিয়ান। ফুল দিয়ে শুভেচ্ছা জানান তৃনমুলের কর্মী, ইউপি চেয়ারম্যান এবং সাধারণ মানুষ।
সকলের উদ্দেশ্যে শাহ মোহাম্মদ নাহিয়ান হারুন বলেন, ‘আমার প্রতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-নজর ছিলো বলেই আমি এই পদ পেয়েছি।’ উপস্থিত সকলের উদ্দেশ্যে নাহিয়ান আরো বরেন, ‘দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে আবারো নৌকায় ভোট দিতে হবে। রাজাপুর ও কাঁঠালিয়ার প্রতিটি ঘরে নৌকার দুর্গ গড়ে তুলতে হবে।