মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:০৮ অপরাহ্ন
শোক বার্তা:
ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি, ঝালকাঠি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, আজীবন সদস্য ও বিটিভি’র জেলা প্রতিনিধি মো. হেমায়েত উদ্দিন হিমু আর নেই। আজ শুক্রবার রাত ৮.১০ মিনিটে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিকালে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিছুক্ষন পর অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালের সিসিইউতে প্রেরণ করা হয়।
মরহুমের নামাজে জানাজা শনিবার বাদ জোহর ঝালকাঠি ঈদ গা জামে মসজিদ ময়দানে অনুষ্ঠিত হবে। জানাজার পূর্বে দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত তার মরদেহ সামাজিক সংগঠন এবং সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। তার মৃত্যুতে কাঠালিয়া বার্তা পরিবার ও সর্বস্তরের মানুষ শোক ও সমবেদনা জানিয়েছেন।