মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৫:২০ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে স্বেচ্ছাসেবক লীগের সভাপতিসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (৬অক্টোবর) যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে নলছিটি ও ঝালকাঠি সদর থানা পুলিশ। গ্রেফতাররা হলেন, উপজেলার মোল্লারহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. বশির হাওলাদার ও উপজেলা যুবলীগের সদস্য (নলছিটি শহরের ব্যবসায়ী) মো.আবুল কালাম।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট ঝালকাঠি সদর থানায় বিস্ফোরক আইনে একটি মামলা (মামলা নম্বর-০৪) দায়ের হয়। গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বশির হাওলাদার ওই মামলার আসামি। এবং আবুল কালাম বরিশাল আদালতে (কোতোয়ালি থানার) দায়ের হওয়া একটি চেকের মামলার (সি আর ১৭৫১/২৩, ) ওয়ারেন্টভুক্ত আসামি।
নলছিটি থানার এস.আই. মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতার দু’জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।