মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:০৫ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে জাটকা মাছ বিক্রেয়ের অপরাধে এক মাছ বিক্রেতাকে চার হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএন ও মোঃ মোক্তার হোসেন এ দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত হলো সিলেট হবিগঞ্জের কামারপাড়া এলাকার মোঃ জরুমিয়ার ছেলে মোঃ মনির হোসেন (২১)।
জানাগেছে, সোমবার দুপুরে রাজাপুর উপজেলা মৎস্য বিভাগ অভিযান চালিয়ে উপজেলার লেবুবুনিয়া বাজার এলাকা থেকে জাটকা মাছ বিক্রয়ের সময় ১৫ কেজি জাটকাসহ মনিরকে আটক করে। পরে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় মনিরকে উপস্থিত করলে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।