বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৭:২৯ পূর্বাহ্ন
বৈশ্বিক খাদ্য হিসেবে দুধের গুরুত্ব তুলে ধরে দৈনন্দিন খাদ্য গ্রহণে দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য অন্তর্ভূক্ত করার আহ্বানের মধ্য দিয়ে ঝালকাঠিতে মঙ্গলবার (১ জুন ২০২১) প্রাণিসম্পদ অধিদফতরের উদ্যোগে পালিত হয়েছে বিশ্ব দুগ্ধদিবস। একই সাথে শুরু হয়েছে দুগ্ধ সপ্তাহের অনুষ্ঠানমালা।
ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী এ উপলক্ষে ডিসি অফিসের সুগন্ধা সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ ছাহেব আলীর সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার প্রশান্ত কুমার দে, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তরুন কর্মকার, সচেতন নাগরিক কমিটির সভাপতি হেমায়েত উদ্দিন হিমু, দুগ্ধ খামারী শংকর মুখার্জী ও নাদিম মাহমুদ আলোচনায় অংশ নেন।
দুগ্ধ দিবস ও দুগ্ধ সপ্তাহের অন্য কর্মসূচির মধ্যে রয়েছে : শিশুদের দুধ খাওয়ানো, ভ্রাম্যমাণ গানের অনুষ্ঠান, চিত্রাংকন, রচনা ও কুইজ প্রতিযোগিতা; পুরষ্কার বিতরণ ও জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম।
প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করেছে।