শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৭ অপরাহ্ন

ঝালকাঠিতে পুনরায় হাফিজুর রহমান জামায়াতের আমির নির্বাচিত

ঝালকাঠিতে পুনরায় হাফিজুর রহমান জামায়াতের আমির নির্বাচিত

ঝালকাঠিতে পুনরায় হাফিজুর রহমান জামায়াতের আমির নির্বাচিত

ঝালকাঠি প্রতিনিধিঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সারা জেলা ও মহানগরী পর্যায়ের আগামী ২০২৫-২০২৬ সেশনের জন্য নতুন নেতৃত্ব ঘোষণা করেছে। এতে ঝালকাঠি জেলায় অ্যাডভোকেট হাফিজুর রহমানকে আবারও জেলা জামায়াতের আমির হিসেবে নির্বাচিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকার মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে এ ঘোষণা দেয়া হয়।

অ্যাডভোকেট হাফিজুর রহমান ২০০১-২০০২ সাল পর্যন্ত জেলা জামায়াতের সেক্রেটারী হিসেবে কাজ করেছেন এবং ২০০৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি জামায়াতের আমিরের দায়িত্ব পালন করেছেন।

হাফিজুর রহমান বলেন, রুকনদের দেয়া ভোটের ফলাফলে সর্বোচ্চ ভোট পাওয়া ব্যক্তিই নির্বাচিত হন। জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী, নেতৃত্ব নির্বাচনে প্রার্থিতা নেই। যারা পদপ্রত্যাশী হন, তারা অযোগ্য বিবেচিত হন। তিনি জেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীদেরকে যেকোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana