বুধবার, ১৪ মে ২০২৫, ০১:৩৮ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটি উপজেলায় একটি খালে পড়ে আদুরী (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ মে) দুপুর দেড়টার দিকে কুলকাঠি ইউনিয়নের পূর্ব পাওতা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আদুরী ওই গ্রামের জসিম হাওলাদারের কন্যা। স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশের খালে খেলার সময় পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি পানিতে পড়ে যায়। পরিস্থিতি টের পেয়ে আত্মীয়স্বজন ও গ্রামবাসী তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ইলিয়াস হোসেন বলেন, “শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে দম বন্ধ হয়ে যাওয়াকে মৃত্যুর কারণ মনে করা হচ্ছে।”
স্থানীয় সম্প্রদায়ের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে এ ঘটনায়। প্রশাসনিক তদন্ত চলছে বলে জানানো হয়েছে।