বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:৫৬ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ডিজিটাল পদ্ধতিতে ট্রাফিক আইনের মামলা, জরিমানার অর্থ প্রদানে স্বচ্ছতা এবং জনসাধারণের ভোগান্তি লাঘবে ঝালকাঠিতে ই-ট্রাফিক প্রসিকিউশন সেবা শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে শহরের পেট্রোলপাম্পমোর এলাকায় এই সেবার উদ্বোধন করেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো. মঈনুল হক, ট্রাফিক পুলিশের অফিসার ইনচার্জ রেজাউল করিমসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন জানান, ট্রাফিক আইন অমান্যকারি যান চলাচল রোধ করতে ট্রাফিক ব্যাবস্থা যোরদার করা হয়েছে। এই সেবা চালুর মধ্য দিয়ে সড়ক পরিহন আইনের বিভিন্ন ধারার মামলা রেকর্ড এবং জরিমানা আদায়ে সচ্ছতা নিশ্চিত হবে।