সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৫২ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে বৈদ্যুৎতিক ইদুর মারার ফাঁদে জরিয়ে মো. লিটন তালুকদার (২৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার তার নিজ ইরি ধানের ক্ষেতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত কৃষক মো. লিটন তালুকদারের বাবা নাম মো. হানিফ তালুকদার তার বাড়ী উপজেলার মোল্লারহাট ইউনিয়নের কামদেবপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার (২৮মার্চ) সকাল থেকেই নিহত লিটন তালুকদারের পরিবারের লোকজন তাকে খুজে না পেয়ে বিভিন্ন স্থানে খোজাখুজি শুরু করেন। এক পর্যায়ে তার নিজ ইরি ধানের ক্ষেতের পাশে বিদ্যুৎ এর তারে জড়ানো অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মু. আতাউর রহমান বলেন, আমরা ঘটনা শুনে পুলিশ পাঠিয়েছিলাম। যেহেতু, তার নিজ ধান ক্ষেতেই ঘটনাটি ঘটেছে তাই এক্ষেত্রে নিহতের লাশের ময়নাতদন্ত করার প্রয়োজন নেই।