বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৪:১১ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে আওয়ামী লীগের কর্মী ব্যবসায়ী রিপন হাওলাদার ওরফে হঠাৎ রিপনকে কু’পিয়ে জখ’ম করেছে প্রতিপক্ষরা।
সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মোল্লারহাট ইউনিয়নের কামদেবপুর এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় আহতের স্ত্রী লাকি বেগম বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে যুবলীগ নেতা রাসেল জোমাদ্দারকে আটক করেছে। সে মালুহার গ্রামের মোসলেম জোমাদ্দারের পুত্র।বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম। আহত রিপন ওই এলাকার মৃত লতিফ হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার মোস্তফা প্যাদার ছেলে রাজ্জাক প্যাদার সাথে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিলো। সেই বিরোধকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র দিয়ে হাত, পা ও মাথায় কুপিয়ে গুরুতর জখম করে। তাকে আশঙ্কা জনক অবস্থায় উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, রিপনকে কুপিয়ে আহতের ঘটনায় তার স্ত্রী লাকি বেগম বাদী হয়ে একটি অভিযোগ দিয়েছেন। ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় সেটি মামলা হিসেবে রুজু করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে রাসেল জোমাদ্দার নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণের করা হয়েছে।