সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:৩৮ অপরাহ্ন

ঝালকাঠিতে অগ্নিকান্ডে বসতভিটা পুড়ে ভস্মীভূত

ঝালকাঠিতে অগ্নিকান্ডে বসতভিটা পুড়ে ভস্মীভূত

ঝালকাঠিতে অগ্নিকান্ডে বসতভিটা পুড়ে ভস্মীভূত

সামীর আল মাহমুদ:

ঝালকাঠির রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মনোহরপুর গ্রামে আগুনে দুটি বসতঘর পুড়ে গেছে। মনোহরপুর গ্রামের বিশ্বাসবাড়ি এলাকায় গতকাল মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি এতে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে । আগুন নেভাতে গিয়ে আরিফ নামের এক ফায়ার সার্ভিস সদস্যসহ আহত হয়েছেন ৫ ব্যক্তি ।

আগুনে ওই এলাকার অনন্ত মাস্টারের ছেলে বড়ইয়া ডিগ্রি কলেজের প্রভাষক অসিম সিকদারের টিনের বসতঘর এবং তার চাচাতো ভাই গৌতম সিকদারের টিনের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

অসিম সিকদার বলেন, গৌতম সিকদারের বসতঘরের কেউ ছিল না। ওই ঘর থেকে আগুনের সূত্রপাত্র। তবে কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। আগুনে ২টি বসতঘর আগুনে পুড়ে একদম ছাই হয়ে গেছে। এতে ঘরে থাকা প্রায় ৭৮ ভরি সোনাসহ অন্তত দুই পরিবারের ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন দুই পরিবারের লোকজন। স্থানীয়দের পানি সংকট ও বিলম্বে বিদ্যুৎ বন্ধ করায় কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।

রাজাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল খালেক বলেন, রাজাপুর ও কাউখালির ৩টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রেণ আনে। পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রনে আনতে বেগ পেতে হয়েছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপনে কাজ চলছে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana