সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৫৯ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি:
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ও টানা বর্ষনে ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় কৃষি খাতে ২৬ কোটি ৯৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে এবং মৎস্য খাতে ক্ষতি হয়েছে ২ কোটি ৮৩ লক্ষ টাকার। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রুহুল আমিন।
উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর সূত্রে জানাযায়, রেমালের প্রভাবে উপজেলার ছয়টি ইউনিয়নে ১২ হাজার ৭ শত পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে। গত রবিবার থেকে রেমালের প্রভাবে টানা ভারী, মাঝারী ও হালকা বর্ষন হয়। এ সময় উপজেলার অনেক এলাকার আউশ, তিল, কলা, পানের বরজ, পেপে, মরিচ ও শাক-সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। কাঠালিয়ায় রেমাল ও অবিরাম বৃষ্টির কারনে ২৩ হাজার ৪৪ হেক্টর জমির সম্পূণৃ ফসল ক্ষতিহ্রাস্থ হয়েছে। আর ২৮ হাজার হেক্টর জমির আংশিক ক্ষতি হয়।
উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম জানান, রেমালে কলা ক্ষেত , আউশ, কাচা মরিচের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া রেমালের কারনে শাক-সবজিরও ক্ষতি হয়েছে। রেমালে উপজেলায় কৃষি খাতে ক্ষতির পরিমান ২৬ কোটি ৯৭ লাখ টাকার।
এদিকে মৎস্য ঘুর্ণিঝড় রেমালের কারণে উপজেলার ছয়টি ইউনিয়নে ১৮ শত ৯৩ টি পুকুর ও ঘের ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমান ২ কোটি ৮৩ লক্ষ টাকা। জেলেদের জাল ও নৌকারও ব্যাপাক ক্ষতি হয়েছে।
উপজেলা মৎস্য অফিসার মো. রুহুল আমিন জানান, উপজেলায় মৎস্য বিভাগে পুকুর ও ঘের ১৮ শত ৯৩ টি ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমান ২ কোটি ৮৩ লক্ষ টাকা। এছাড়া উপজেলার ঝোড়খালী এলাকার খলিল মিয়ার ঘের থেকে ৫০ লক্ষ টাকার মাছ রেমালে ভেসে গেছে।