শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৭ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় “ক্লেমন কাঠালিয়া ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ (সিজন-৩) এর খেলা শুরু হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ মাঠে এ খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সামাজিক আন্দোলন কাঠালিয়া’র আয়োজনে ক্লেমন এর সহযোগিতায় এ খেলার আয়োজন করা হয়। উদ্বোধনী খেলায় মুক্তিযোদ্ধা সংসদ আমুয়া ও কাউনিয়া রাইডার্স ক্লাব অংশগ্রহণ করে। স্বেচ্ছাসেবী সংগঠন সামাজিক আন্দোলন কাঠালিয়া’র সভাপতি মো. তুহিন সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার। বিশেষ অতিথি ছিলেন কাঠালিয়া সদর ইউপি চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ সিকদার।
সামাজিক আন্দোলন কাঠালিয়া’র সাধারন সম্পাদক ইসরাফিল তালুকদার শুভর সঞ্চালনায় সাবেক কৃষি অফিসার মোঃ হুমায়ুন কবির, সাবেক জেলা পরিষদ সদস্য মোঃ সাখাওয়াত হোসেন অপু সিকদার, সামাজিক আন্দোলন কাঠালিয়া’র উপদেষ্টা মোঃ নাছিম মীরবহর, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ রেজাউল কবির সাদ্দাম, কাঠালিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইদ আহমেদ জিসান সিকদার, ক্রীড়া ব্যক্তিত্ব হাসিব ভুট্টো, কিশোর মাহমুদ, কামাল সিকদার, ফয়সাল হোসেন তুহিন, মোঃ মুনসুর মিয়া, নেয়ামতুল্লাহ, সুমন সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় মুক্তিযোদ্ধা সংসদ আমুয়া ৫৪ রানে কাউনিয়া রাইডার্স ক্লাবকে পরাজিত করে। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন মুক্তিযোদ্ধা সংসদ আমুয়া’র খেলোয়ার জিহাদুল ইসলাম। খেলায় মাঠ পরিচালনার দায়িত্ব পালন করেন মো. সাগর খান ও মো. সাইফুজ্জামান সাইফ।