বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:০৫ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি রাজাপুরের কৈবর্তখালি গ্রামের যুবসমাজ কতৃক প্রতিষ্ঠিত অরাজনৈতিক অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন কৈবর্ত খালি ব্লাড ডোনেশন ক্লাবের চতুর্থতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে সংগঠনের পক্ষ থেকে হাঁড়ি ভাঙা, তৈলাক্ত কলাগাছে ওঠাসহ নানা ধরনের গ্রামীণ খেলার আয়োজন করা হয়। এরপর রাতে কেক কাটা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট শহীদুল্লা জমাদ্দার, গাজী সালাউদ্দিন গাজি, আঃ শুক্কুর মৃধা। এছাড়াও কৈবর্ত খালি ব্লাড ডোনেশন ক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য মামুন তারেক, মামুন খলিফা, সোহরাব হোসেন খোকন ফকির, আল ইমরান সিকদার।
ডোনেশন ক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম তাওহীদ, সাধারণ সম্পাদক শাহীন হোসেন, সাবেক সাধারণ সম্পাদক নবীন,সাংগঠনিক সম্পাদক ইছা সিকদার, সদস্য আঃ মান্নান সিকদার, ফয়সাল গাজি, সোহাগ, রিয়াজ উকিল, আলিপ, জাহিদ, সৈয়দ জাহিদ, মেহেদী মৃধা, হান্নান, তামিম, সাইমুন, হাসান, নেয়ামুল, গফফার, কামাল, জিহাদ, সৈয়দ জিহাদ, রাকিব, নরুল আমিন, সিফাত অভি, ইসমাইল, রিফাত উপস্থিত ছিলেন।