সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৩:০৪ অপরাহ্ন

কৃষ্ণচূড়ার পদ্য : ডা. শরীফ মুহম্মদ ফয়েজুল আলম

কৃষ্ণচূড়ার পদ্য : ডা. শরীফ মুহম্মদ ফয়েজুল আলম

আবার এসেছে কৃষ্ণচূড়ার দিন
আবার আমাদের হাতে হাত রাখা খেলা
বাতাসের পায়ে কিশলয় রিনিঝিন
রঙের প্লাবনে ভাসছে হৃদয় ভেলা

আবার বসেছে সপ্ত সুরের হাট
গলছে আবার জমাট অগ্নি লাল
উৎসবে জাগে সেদিনের মরুমাঠ
হৃদয়ে হৃদয়ে দোলা উথলানো তাল

আবার এসেছে কৃষ্ণচূড়ার মাস
চোখে চোখ রেখে আমাদের কথা হবে
কাটবে দিবস রজনী রুদ্ধশ্বাস
তবুও অনেক ব্যকুলতা রয়ে যাবে

হোক যতখানি সেরে নিই সখি অদ্য
ফাগুন আবার কবে জানি পাবে ছাড়া
ঠোঁটে ঠোঁটে আঁকি কৃষ্ণচূড়ার পদ্য
ভুলে গিয়ে যত পিছু নেয়া ঘরতাড়া

লিখেছেন: ডা. শরীফ মুহম্মদ ফয়েজুল আলম
উপ সচিব,  স্বাস্থ্য মন্ত্রণালয়।
সাবেক উপজেলা নির্বাহী অফিসার, কাঠালিয়া।

ফেইসবুক থেকে সংগৃহিত

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ 01774937755 অথবা ই-মেইল: kathaliabarta.com












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana