শনিবার, ১০ মে ২০২৫, ০১:৩৫ পূর্বাহ্ন

কৃষকের ক্ষেতে প্রতিপক্ষের নাশকতা, অর্ধলক্ষ টাকার ক্ষতি

কৃষকের ক্ষেতে প্রতিপক্ষের নাশকতা, অর্ধলক্ষ টাকার ক্ষতি

কৃষকের ক্ষেতে প্রতিপক্ষের নাশকতা

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুর উপজেলার মধ্য নারিকেল বাড়িয়া গ্রামে কৃষকের পেপে ও আখ ক্ষেতে প্রতিপক্ষের নাশকতায় অর্ধলক্ষ টাকার ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) ভোরে এ ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত ক্ষেতের মালিক কামাল হোসেনের পিতা মাস্টার রফিকুল ইসলাম জানান, জমি লিজ নিয়ে আখ ক্ষেতে মিশ্র সবজির চাষ করা হয়। এতে পেপে, কলা, কাকরোলসহ বিভিন্ন জাতের শাক ও সবজি উৎপাদন করা হয়। পূর্ব বিরোধের জেরে হাসিব হাওলাদারের পুত্র রিফাত বৃহস্পতিবার ভোরের যে কোন সময়ে শতাধিক আখ গাছ, বিপুল সংখ্যক ফল ধরা পেপে গাছ, অনেকগুলো কলাগাছসহ শাক-সবজি ক্ষেতের অনেকাংশই কুপিয়ে তছনছ করে রেখেছে। এতে আমাদের অর্ধলক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

জমি লিজ নেয়া কামাল হোসেন জরুরী কাজে ঢাকায় থাকায় নাশকতার খবর শুনে অতি জরুরী কাজ শেষ করে ঢাকা থেকে রওনা দিয়ে বৃহস্পতিবার রাতেই রাজাপুর থানায় অভিযোগ দিয়েছে। এধরনের অমানবিক নাশকতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন ক্ষতিগ্রস্ত পরিবার।

রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, অভিযোগ এখনও আমার কাছে পৌছেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ 01774937755 অথবা ই-মেইল: kathaliabarta.com












All rights reserved@KathaliaBarta 2016-2025
Design By Rana