রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৪:২৬ অপরাহ্ন
কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা
ঐতিহ্যবাহী কাঠালিয়া সদর ফাজিল (ডিগ্রী) মাদরাসার বার্ষিক শিক্ষা সফর-২৪ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ জানুয়ারী) শিক্ষা সফরের স্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়াস্থ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মাজারে মাদরাসার পক্ষ থেকে পুস্পমাল্য অর্পণ করা হয়। পরে জাতির জনকের বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় কাঠালিয়া সদর ফাজিল (ডিগ্রী) মাদরাসার গভর্নিং বডির সভাপতি মো. তরুন সিকদার ও তাঁর সহধর্মিনী আয়শা আক্তার মাদরাসার অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ, প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে মো. মনজুরুল হক, মাওলানা মো. সাইদুর রহমান, মাওলানা মো.আমিনুল ইসলাম, মো. মনিরুল ইসলাম, মাওলানা মো.শহিদুল ইসলাম, মো. হাবিবুর রহমান, মো. মাইনুদ্দিন সিকদার, মোসা মমতাজ আক্তার, মো. ইউনুস খান, সাংবাদিক আমিনুল ইসলাম, মো. হারুনুর রশিদসহ শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।