রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:৪১ পূর্বাহ্ন

কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

বার্তা ডেস্ক:

ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি সিকদার মো. কাজলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব (স্থানীয় সরকার মন্ত্রণালয়) ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সহকারী একান্ত সচিব-১ মো. খাইরুল ইসলাম মান্নান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর-কাঠালিয়া সার্কেল) মো. মাসুদ রানা, বেতাগী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম গোলাম কবির, কাঠালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.  মুরাদ আলী, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান।

অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার সালেহ মো. মোয়াজ্জেম, শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন, ঝালকাঠি প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মো. আক্কাস সিকদার, এনটিভির স্টাফ রির্পোটার কেএম সবুজ, ইন্ডিপেন্ডেন্ট টিভি ও দৈনিক আজকের পত্রিকার ঝালকাঠি প্রতিনিধি মো. রহিম রেজা, ডিবিসির ঝালকাঠি প্রতিনিধি আল আমিন তালুকদার, ঝালকাঠি প্রেসক্লাবের সদস্য মো. রাজু খান, রাজাপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. এনামুল হক, পিরোজপুর মোহনা টিভির প্রতিনিধি এইচ এম জুয়েল, ভান্ডারিয়ার সিনিয়র সাংবাদিক মো. ছগির হোসেন, বেতাগী প্রেসক্লাবের সভাপতি মো. সালাম সিদ্দিকী, সম্পাদক মো. মহসীন খান, দপ্তর সম্পাদক মো. ওলি আহম্মেদ, বরগুনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডঃ আব্দুর রহমান নান্টু, জেলা পরিষদ সদস্য এসএম আমিরুল ইসলাম লিটন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মো. শাখাওয়াত হোসেন অপু সিকদার, শৌলজালিয়া হক্কেন নুর দরবার শরীফের পীর আলহ্বাজ মঞ্জিল মোর্শেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন উজ্জলসহ বীর মুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, মাধ্যমিক, কলেজ ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও সুধীজন অংশনেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana