বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৭ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
“প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সম্পদ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়া প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের মাঠে এ অভিভাবক সমাবেশ ও পোশাক বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কাঠালিয়া প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি মো. মিজানুর রহমান। স্থানীয় শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন।
বক্তব্য রাখেন, অমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. আবদুল হালিম, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. শহীদুল আলম, প্রধান শিক্ষক মোসা. মরিয়ম আক্তার, অভিভাবক মো. আবদুল হাই প্রমুখ। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি পোশাক বিতরণ করেন।