বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন

কাঠালিয়ায় ৬ মেট্রিক টন চাল ভর্তি ট্রাক নদীতে

কাঠালিয়ায় ৬ মেট্রিক টন চাল ভর্তি ট্রাক নদীতে

বার্তা ডেস্ক:

ঝালকাঠির কাঠালিয়ায় খাদ্যবান্ধব কর্মসূচির ৬ মেট্রিক টন চাল ভর্তি ট্রাক রাস্তা দেবে হলতা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল  রবিবার বিকালে উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের মরিচবুনিয়া বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় ট্রাক চালকসহ ১১ জন শ্রমিক আহত হয়। আহত সকলকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আহতরা হলেন, ট্রাক চালক মোঃ রেজাউল ইসলাম (৩২), শ্রমিক মোঃ মমিন হোসেন (৩২), মোঃ জুয়েল হোসেন (২৮), রানা মিয়া (৩০), মোঃ রাজিব হোসেন (২৮), মোঃ সামসুল হক (৩০), শুভ (২৭), মোঃ আসলাম (৩২), মোঃ সাইদুল ইসলাম (২৭), মোঃ মন্টু (৫৫), মোঃ বাচ্চু মিয়া (৪০)। ট্রাকটিতে পাটিখালঘাটা ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির হতদরিদ্রদের মার্চ মাসে বিতরণের চাল বোঝাই ছিলো।

জানাযায়, মেসার্স ইমরান এন্টারপ্রাইজ নামক ঠিকাদারী প্রতিষ্ঠান আমুয়া খাদ্য গুদাম থেকে চাল ভর্তি করে ট্রাকটি পাটিখালঘাটা ঠিকাদার কামাল জমাদ্দারের গুদামে নিয়ে যাওয়ার পথে মরিচবুনিয়া বাজার এলাকায় রাস্তার দেবে ও কিছু অংশ ভেঙ্গে ট্রাকটি নদীতে পড়ে যায়। এ সময় ১১ জন শ্রমিক আহত হয়। আহতদের প্রথমে আমুয়া হাসপাতালে ও পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। উদ্ধারকর্মীরা চালের বস্তাগুলো উদ্ধার করে ইউনিয়ন পরিষদ ভবন ও রাস্তার উপর রেখেছেন।

এ ব্যাপারে ঠিকাদার কামাল হোসেন জানান, দুর্ঘটনায় কবলিত ট্রাকটি এখনও উদ্ধার করা যায়নি। তবে চাল উদ্ধার করে রাস্তায় ও ইউনিয়ন পরিষদ ভবনে রাখা হয়েছে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. নাজমুল হোসাইন বলেন, আমুয়া থেকে পাটিখালঘাটা চাল নিয়ে যাওয়ার সময় রবিবার দুপুরে ৬ মেট্রিক টন চালসহ রাস্তা দেবে চাল ভর্তি ট্রাকটি নদীতে পড়ে যায়। পরে ওই চাল যতটা সম্ভব উদ্ধার করা হয়েছে। কিন্তু পানিতে ভিজে যাওয়ায় তার পরিবর্তে বুধবারে নতুন চাল দেয়া হবে। দূর্ঘটনার সময় ট্রাকে থাকা লোকজনও আহত হয়েছে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana