বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৯ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় ২১শে ফেব্রæয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে বীর শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আলহাজ্ব আমির হোসেন আমু এমপি। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এমাদুল হক মনির সার্বিক তত্ত¡াবধায়ন ও সঞ্চালনা করেন।
উপজেলা আওয়মীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান উজির সিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, পাটিখালঘাটা ইউপি চেয়ারম্যান শিশির দাস, আওরাবুনিয়া ইউপি চেয়ারম্যান মো. মিঠু সিকদার, কাঠালিয়া বিআরডিবির চেয়ারম্যান মো. কাওসার আহম্মেদ জেনিভ সিকদার, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. মনজুরুল কবির পারভেজ, ছাত্রলীগের সভাপতি সাইদ আহম্মেদ জিসান, সাধারণ সম্পাদক মো. মাসুদ খান প্রমূখ। কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এর আয়োজন করে।