বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৩১ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় ২০২২-২০২৩ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ব্লক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে হাইব্রিড জাতের বোরো ধানের সমলয় চাষাবাদের উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার দুপুরে উপজেলার বটতলা বাজার সংলগ্ন আনইলবুনিয়া গ্রামের সমলয় মাঠে উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান এড. খান সাইফুল্লাহ পনির, ঝালকাঠি পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুরাদ আলী।
বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ তানজিলা আহমেদ, কাঠায়িলা সদর ইউপি চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ সিকদার, কৃষক মো. মজিবুর রহমান মধু প্রমূখ।
উল্লেখ্য, এ কর্মসূচির আওতায় ৫০ একর জমিতে ব্লক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে হাইব্রিড জাতের বোরো ধানের সমলয় চাষাবাদের শুভ উদ্বোধন করা হয়।