বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৪:৩৫ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় করাতকল শ্রমিককে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামী সোহাগ হাওলাদার ও আলআমিন হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বলতলা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত সোহাগ হাওলাদার (৩০) বলতলা গ্রামের আবদুর রশীদ হাওলাদারের ছেলে এবং আলআমিন হাওলাদার (৩২) একই গ্রামের মো.হারুন হাওলাদারের ছেলে। গ্রেফতারকৃতদের গতকাল সোমবার কোর্টে চালান করা হয়েছে। সোহাগ ও আলআমিনের গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
মামলার বিবরণে জানাগেছে, বলতলা গ্রামের মোসলেম হাওলাদারের ছেলে আলতাফ হোসেন হাওলাদার পাশর্^বর্তী ভান্ডারিয়া উপজেলার চড়াইল গ্রামের ব্যবসায়ী সামিম হোসেনের করাতকলে শ্রমিকের কাজ করে। গত ৫ জুন বৃহস্পতিবার সন্ধ্যায় কাজ শেষে বাড়ী ফেরার পথে স্থানীয় নবলক্ষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে বসে আসামী সোহাগ হাওলাদার ও আলআমিন হাওলাদারসহ কয়েকজন মিলে সোহাগের বোনের সঙ্গে সম্পর্কের অভিযোগে রড দিয়ে পিটিয়ে শ্রমিক আলতাফ হোসেনের দুই পা ভেঙ্গে দেয়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে ভান্ডারিয়া উপজেলা হাসপাতাল ও পরে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার এক মাস পর গত রোববার (৩ জুলাই) রাতে আহত শ্রমিক আলতাফ হোসেনের স্ত্রী মনিজা বেগম বাদী হয়ে থানায় একটি মামলা করে।
থানা অফিসার ইনচার্জ (তদন্ত) এইচএম শাহীন জানান, গ্রেফতারকৃত সোহাগ ও আলআমিন এলাকার চিহ্নিত সন্ত্রার্সী। এলাকায় চাঁদাবাজীসহ বিভিন্ন অপরাধের সাথে এরা জড়িত। পুলিশের অভিযানের টের পেলে এরা পাশর্^বর্তী ভান্ডারিয়া এলাকায় পালিয়ে যায়।