মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৬:৪৮ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় ট্রলি ও মটর সাইকেলের মুখমুখি সংঘর্ষে সজল হাওলাদার(২০) নামের এক রেন্ট্র এ-কার চালক নিহত হয়েছেন।
শনিবার দুপুর ১টার দিকে কাঠালিয়া-রাজাপুর মহা সড়কের বড় কাঠালিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সজল কচুয়া গ্রামের শাহ আলম হাওলাদারের ছেলে।
সে নানা হযরত আলী হাওলাদারের বাড়ীতে থেকে লেখাপড়ার পাশাপাশি ভাড়ায় মটর সাইকেল চালাত।
প্রত্যাক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে বড় কাঠালিয়া নামক স্থানে মালবাহী ট্রলি ও মটর সাইকেলের মুখমুখি সংর্ঘষের ঘটনায় রেন্ট এ-কার চালক সজল ঘটনাস্থলেই মারা যায়।
কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, বড় কাঠালিয়া নামক স্থানে ট্রলি ও মটর সাইকেলের মুখমুখি সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন।