বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৪:৪০ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার বিকালে উপজেলা পরিষদ চত্ত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুড়ালে পুষ্পস্তাবক অর্পন করা হয়।
পুস্পস্তাবক অর্পন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান উজির সিকদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এমাদুল হক মনির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, ইউপি চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম ফোরকান, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. মঞ্জুরুল কবির পারভেজ জমাদ্দারসহ উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
পরে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা ও প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে কেক কাটা অনুষ্ঠিত হয়।