বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:৫৪ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদি স্বেচ্ছাসেবক দলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৫টায় উপজেলা সদরের বাসষ্ট্যান্ডে দলীয় কার্যালয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকি পালিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. হাছিব ভুট্টো এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি নেতা মো. জাকির হোসেন কবির হাওলাদার।
বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা আকতার হোসেন নিজাম মীরবহর, আলী হায়দার মিয়া, ইলিয়াছ আলি মিয়া ও মোস্তাফিজুর রহমান মারুফ।
বক্তব্য রাখেন কিশোর মাহমুদ, নজরুল হাওলাদার, সোহাগ মল্লিক ও নব গঠিত স্বেচ্ছাসেবক দলের জকির হোসেন, তছলিম হোসেন, রাজিব, এনায়েত হোসেন, জামাল হাওলাদার এবং সুমন হাওলাদার প্রমুখ।