বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:১২ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
কাঠালিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে সাত দিন ব্যাপি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মেলা বুধবার সন্ধারাতে শেষ হয়েছে। সমাপনী দিনে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির। বিশেষ অতিথি ছিলেন উপজেল্ াআওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান উজির সিকদার, ইউপি চেয়ারম্যান মো. মিঠু সিকদার।
বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. শহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম হারুন অর রশিদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. কামরুল ইসলাম তালুকদার, উপজেলা আইসিটি কর্মকর্তা অতনু কিশোর মুন, কাঠালিয়া প্রেস ক্লাবের সভাপতি সিকদার মো. কাজল প্রমূখ।